আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর ভূমিকা ও জাতীয় উন্নয়নে তাদের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।
আজ বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য সুযোগ তৈরি করেছে। নিরাপত্তা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদান প্রশংসনীয়।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানের মাধ্যমে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় উন্নয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এখানকার শিক্ষা কার্যকর ভূমিকা রাখছে।
কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় অর্জিত জ্ঞান ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
চলতি বছর এনডিসি ২০২৫-এ অংশ নেন ৯৬ জন সদস্য। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে এএফডব্লিউসি ২০২৫ সম্পন্ন করেন।





