প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ কংগ্রেস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে। দলটির মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম আজ বুধবার রিটটি দায়ের করেন। হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।
দলটির মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি জমা দেন। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। আইনজীবী ইয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি শুরু হতে পারে।
এদিকে, নির্বাচন স্থগিতের দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলগুলো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।





