বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা হতে পারে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তপশিল প্রকাশ করবেন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তপশিল ঘোষণা করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা নিশ্চিত করতে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ভাষণ সম্প্রচারের প্রস্তুতি
ইসি সচিবালয় ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে চিঠি দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করে সম্প্রচার করা হবে। তপশিল ঘোষণার সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন নির্ধারণ হতে পারে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় ভোট আয়োজন করতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এরপর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তপশিল ঘোষণা করবেন তিনি। যদি বুধবার ঘোষণা না হয়, তবে বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে।





