বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিগগিরই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করছে। বিএনপি জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতায় তার চিকিৎসা অব্যাহত থাকবে।
বিএনপির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকায় কাতার দূতাবাস সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুতই তা ব্যবহার করা হবে।
চীনের চার সদস্যের একটি মেডিকেল টিম বৃহস্পতিবার সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা করে। পরে আরও চিকিৎসক যুক্ত হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় সিসিইউতে রয়েছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং আরও কিছু জটিলতা রয়েছে।
