ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে প্রাইম টার্গেট শনাক্ত করা হয়েছে এবং রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, আশা করি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে পারব।”
শুক্রবার দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের ছবি প্রকাশ করেছে। তার ব্যাপারে তথ্য দিলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি পূর্বে ডাকাতি মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার জানান, জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাদির শারীরিক অবস্থা
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা পার না হলে তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।





