প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ছিলেন আরিফুর রহমান। দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক তাকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
ব্যাংকিং খাতে ২৬ বছরের পথচলায় প্রিমিয়ার ব্যাংক একটি নির্ভরযোগ্য, গ্রাহক-কেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজ অবস্থানে সুদৃঢ়। সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিরতার মধ্যেও ব্যাংকটি স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কাঠামোগত সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাংককে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করানোর উদ্যোগ চলছে।
ব্যাংকের বর্তমান অবস্থা, সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বি ২৪ নিউজের এডিটর আহমেদ তোফায়েলের সঙ্গে কথা বলেছেন তিনি।
বি ২৪ নিউজ: ব্যাংকের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কী ধরনের উদ্যোগ নিচ্ছেন?
আরিফুর রহমান: আমাদের ২৬ বছরের অগ্রযাত্রায় সবচেয়ে বড় শক্তি সবসময়ই ছিল গ্রাহকের আস্থা। দায়িত্ব নেওয়ার মাত্র ৭৫ দিনের মধ্যেই আমরা ১ হাজার ৬৮২ কোটি টাকার বেশি নতুন ডিপোজিট পেয়েছি। এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আমানতকারীরা বুঝতে পেরেছেন, প্রিমিয়ার ব্যাংক নিরাপদ, সুশাসিত এবং দায়িত্বশীলভাবে পরিচালিত হচ্ছে। এখন যেকোনো সিদ্ধান্ত বোর্ড সম্মিলিতভাবে নিচ্ছে। ম্যানেজমেন্টকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা তাদের বিচার-বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা শুধু দিকনির্দেশনা দিচ্ছি। নতুন ক্লায়েন্ট বাড়ছে, আমানত বাড়ছে।

বি ২৪ নিউজ: ডিপোজিট বৃদ্ধির পাশাপাশি মূল ব্যাংকিং খাতের পারফরম্যান্স কেমন?
আরিফুর রহমান : আমাদের মূল ব্যবসায়ও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এক বছরের ব্যবধানে ৩০ অক্টোবর পর্যন্ত ইমপোর্ট ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭০ শতাংশ, এক্সপোর্ট ৪ দশমিক ৪৬ শতাংশ, রেমিট্যান্স ১৯ দশমিক ৮৩ শতাংশ ও ব্যাংক গ্যারান্টি ২০ দশমিক ৮৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এতে বোঝা যায়, আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুধু টিকে নেই, বরং স্বাস্থ্যকরভাবে ভালো আছে।
বি ২৪ নিউজ: প্রিমিয়ার ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নতুন বোর্ড দিয়েছে। এ পরিবর্তনের কি প্রভাব পড়ছে ব্যাংকে ?
আরিফুর রহমান : কেন্দ্রীয় ব্যাংক আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, সেটি হলো প্রতিষ্ঠানকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বচ্ছতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়েছি। এখন ব্যাংক ধীরে ধীরে আরও ভালো অবস্থানে ফিরছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এত চ্যালেঞ্জের মধ্যেও কোনো গ্রাহক ব্যাংকে এসে কখনো টাকা না-পাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হননি। আমরা সবাইকে স্পষ্টভাবে বলেছি, যখন প্রয়োজন হবে, আপনার টাকা তুলে নিন। প্রিমিয়ার ব্যাংক সবসময় টাকা দিতে প্রস্তুত।
বি ২৪ নিউজ: আমানতকারীদের নিরাপত্তায় ব্যাংক কী ধরনের ব্যবস্থা রেখেছে?
আরিফুর রহমান : আমাদের প্রথম দায়িত্ব ১২ লাখ আমানতকারীর টাকার নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটি সিদ্ধান্ত আমরা এই দায়িত্ব মাথায় রেখে গ্রহণ করি। এ কারণে আমরা ব্যাংকের ভেতর বৃহৎ কাঠামোগত সংস্কার চালাচ্ছি। বর্তমানে ব্যাংকে ৮টি দেশীয় অডিট ফার্ম ফরেনসিক অডিট করছে। এর পাশাপাশি একটি আন্তর্জাতিক অডিট ফার্ম সমান্তরাল অডিট করছে। সব কার্যক্রমই পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ ও নিয়মবিধির অধীনে।
আমরা বিশ্বাস করি, শক্তিশালী অডিট ব্যাংকের জন্য আশীর্বাদ। এতে ব্যাংকের ভেতরের সব কার্যক্রম আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিকমানের হয়ে ওঠে। এসব করা হচ্ছে আমানতকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে।
বি ২৪ নিউজ: প্রিমিয়ার ব্যাংকের ২৬ বছর পূর্তিতে এখনকার প্রধান অগ্রগতি কোনগুলো?
আরিফুর রহমান : ২৬ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা চারটি দিককে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি।
এক. আন্তর্জাতিকমানের দায়িত্বশীল ব্যাংকিং। আমরা সবসময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আন্তর্জাতিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মেনে চলি। সেরা ব্যাংকিং-প্র্যাকটিস অনুসরণ করে নিরাপদ সেবা দেওয়া আমাদের অঙ্গীকার। দুই. শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামো। অভ্যন্তরীণ অডিট, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স সিস্টেম সবকিছু আরও আধুনিক করা হয়েছে। এখন কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর। তিন. ব্যবসায়িক অগ্রগতি ও সম্প্রসারণ। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। যেমন- ডিপোজিট, রেমিট্যান্স, আন্তর্জাতিক বাণিজ্য, করপোরেট ও আরএমজি ব্যাংকিং, চায়নিজ বিজনেস ডেস্ক, ইসলামিক ব্যাংকিং এই খাতগুলোই ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে। চার. স্বচ্ছতা ও খোলামেলা যোগাযোগ। আমরা নিয়মিত ত্রৈমাসিক ও বার্ষিক রিপোর্ট প্রকাশ করছি। এতে ব্যাংকের আর্থিক অবস্থা, অগ্রগতি এবং পরিকল্পনা সবাই জানতে পারছেন। স্বচ্ছতা বজায় রাখা আমাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ।
বি ২৪ নিউজ: ভবিষ্যৎ ব্যাংকিং কেমন হতে যাচ্ছে?
আরিফুর রহমান : প্রিমিয়ার ব্যাংক সবসময়ই গ্রাহকের ব্যাংক। তাদের আস্থা, ভালোবাসা ও পরামর্শই আমাদের চালিকাশক্তি। সামনে আরও আধুনিক প্রযুক্তি, দ্রুত সেবা ও ব্যবসায়িক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকসেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, আমরা দায়িত্বশীল, সুরক্ষিত, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ের মাধ্যমে দেশ ও মানুষের পাশে থাকব। এটাই আমাদের প্রতিশ্রুতি। নতুন ডিপোজিট, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ব্যাংকের পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। ১২ লাখ আমানতকারীর টাকার নিরাপত্তাকে “এক নম্বর দায়িত্ব” মনে করি। প্রিমিয়ার ব্যাংক ভবিষ্যতে আরও আধুনিক সেবা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিকমানের ব্যাংকিং-প্র্যাকটিসে এগিয়ে যাবে।
বি ২৪ নিউজ: বি ২৪ নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আরিফুর রহমান : আপনাকেও ধন্যবাদ।





