দেশের শীর্ষ করপোরেট গ্রুপসহ প্রায় ৩০০ কোম্পানি চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের আবেদন করেছে। মোট আবেদনকৃত পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা, যা ব্যাংকিং খাতে চাপ বাড়িয়েছে।
কোন কোন গ্রুপ আবেদন করেছে
আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, নাসা, ওরিয়ন, দেশবন্ধু, আব্দুল মোনেম ও বেঙ্গল গ্রুপসহ আরও বহু বড় শিল্পগোষ্ঠী।
এ ছাড়া সিকদার গ্রুপ, ডায়মন্ড স্পিনিং মিলস, মিম গ্রুপ, এসএমএ গ্রুপ, বিইউসি এগ্রো, রাইজিং স্টিল, ব্লিং লেদার, অঙ্কুর কোল্ড স্টোরেজ এবং গ্লোবাল অ্যাসেটও পুনঃতফসিল সুবিধা চেয়েছে। অধিকাংশ আবেদনকারী ৫-১৫ বছর সময়সীমা, মাত্র ১-২ শতাংশ ডাউন পেমেন্ট এবং ৩ বছর গ্রেস পিরিয়ডের মতো সুবিধা দাবি করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ লাখ ৯৬ হাজার ৪৭ কোটি টাকার আবেদনের বিপরীতে ব্যাংকগুলো ইতোমধ্যে ২৬ হাজার ১১৪ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। এর মধ্যে ১৩ হাজার ৭৪৭ কোটি টাকা ছিল পূর্বের খেলাপি ঋণ। প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সহায়তা দিতে জানুয়ারিতে পাঁচ সদস্যের কমিটি গঠন এবং সেপ্টেম্বরে একটি বিশেষ পুনঃতফসিল নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান চালু রাখতে এই নীতিমালা গুরুত্বপূর্ণ হলেও ব্যাংকারদের মধ্যে শঙ্কা বাড়ছে। তাদের মতে, এটি দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবশালী ঋণখেলাপিদেরও সুবিধা দিতে পারে এবং ঋণ না পরিশোধ করার প্রবণতাকে উৎসাহিত করতে পারে।
ইতিমধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৬ শতাংশ। খেলাপি ঋণের এই চাপ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এবিবির সঙ্গে জরুরি বৈঠক করেছে। বৈঠকে ডিসেম্বরের মধ্যে বিশেষ নীতিমালা ব্যবহার করে খেলাপি ঋণ কমানোর নির্দেশ দেওয়া হয়।
তবে ব্যাংকাররা বলছেন, মামলার জট আরও পরিস্থিতি জটিল করছে। বর্তমানে ২ লাখ ২২ হাজারের বেশি মামলায় আটকে আছে ৪ লাখ ৭ হাজার কোটি টাকার ঋণ। এপ্রিল থেকে জুন প্রান্তিকে নিষ্পত্তি হয়েছে মাত্র ১১ হাজার ৯৪৪টি মামলা, যেখানে আদায় হয়েছে ২ হাজার ৯১০ কোটি টাকা। একই সময়ে নতুন মামলা হয়েছে ১৪ হাজার ৬৫২টি, যার অঙ্ক প্রায় ৯৬ হাজার ৯০৪ কোটি টাকা।
সব মিলিয়ে করপোরেট পর্যায়ে ব্যাপক পুনঃতফসিল আবেদন ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ঋণ আদায় সক্ষমতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।





