জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সামনে ভ্যাট নিবন্ধন ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। ধাপে ধাপে নিবন্ধনের সংখ্যা ৩০-৪০ লাখে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ব্যবসায়ীদের সময়মতো নিবন্ধন ও ই-রিটার্নে অংশগ্রহণের আহ্বান জানান।
ভ্যাট নিবন্ধনের আওতা বাড়াতে বিশেষ অভিযান
আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. আবদুর রহমান খান জানিয়েছেন, দেশে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে। আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী বিশেষ নিবন্ধন অভিযান পরিচালনার মাধ্যমে এক লাখ নতুন ভ্যাট নিবন্ধন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর।
১০-১৫ ডিসেম্বর উদ্যাপিত হবে ভ্যাট সপ্তাহ
আগামীকাল বুধবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সারা দেশে ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।
ই-রিটার্নে অভূতপূর্ব সাড়া
এনবিআর চেয়ারম্যান জানান, এ বছর ৪০ লাখ ই-রিটার্ন জমা পড়ার লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে ২২ লাখ ই-রিটার্ন জমা পড়েছে। তিনি বলেন, ব্যাংকসংক্রান্ত তথ্য প্রদানের ঝামেলা কমাতে ই-রিটার্ন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা আনা হচ্ছে।
ব্যাংকের সঙ্গে সমন্বয় আসছে
ই-রিটার্ন জমার সময় ব্যাংকের চারটি তথ্য জমা দিতে হয়, যা করদাতাদের বাড়তি ভোগান্তি তৈরি করে। এনবিআর সেই প্রক্রিয়া অটোমেশন করতে কাজ করছে বলে জানান চেয়ারম্যান।
রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় বাড়াতে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে কোনো ব্যবসায়ীকে হয়রানি বা চাপ দেওয়া হবে না। শুধুমাত্র যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভ্যাট পুরস্কার এবারও বন্ধ
এবারও ভ্যাট পুরস্কার দেওয়া হচ্ছে না। তবে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





