প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইমরান ইকবালের নামে থাকা ৩৬ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে দেওয়া এই আদেশে তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ আজ মঙ্গলবার প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইমরান ইকবালের মোট ৩৬ কোটি ২০ লাখ টাকারও বেশি মূল্যের শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
ইমরান ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ছেলে।
দুদক জানায়, ইমরান ইকবালের ১০টি প্রতিষ্ঠানের মোট ৩২ লাখ ২৪ হাজার ৫০০টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি আদালতে নিশ্চিত করেন।
দুদকের অভিযোগ ও সম্পদের হিসাব
আদালতে দাখিল করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়- ২০০৭-০৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ইমরান ইকবাল তাঁর আয়কর নথিতে প্রায় ৪৬ কোটি ৯৭ লাখ টাকার আয় দেখালেও ব্যয় দেখান ৬ কোটি ২৭ লাখ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিলে তাঁর সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪০ কোটি টাকা।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
দুদক অভিযোগ করে, ইমরান ইকবাল জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৫ কোটি ৩ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক আরও জানায়, তদন্ত চলাকালে তিনি যাতে শেয়ার হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সেজন্য শেয়ারগুলো অবরুদ্ধ রাখা প্রয়োজন। তদন্তে তাঁর সব সম্পদ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করে কমিশন। এর আগে গত ২৫ নভেম্বর দুর্নীতির অভিযোগে এইচ বি এম ইকবাল, ইমরান ইকবালসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। জব্দের এই আদেশ চলমান তদন্তকে আরও এক ধাপ এগিয়ে দিল।





