B24NEWS

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিও নতুন নিয়ম


সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নীতিমালায় অভিভাবকদের আর বয়সজনিত বাধা থাকবে না তবে রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত বয়সসীমা মানতে হবে। এ সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছে।

মাউশি জানিয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা আর থাকছে না। আগে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থী দের বয়স অনুযায়ী পরবর্তী শ্রেণিতে সীমা নির্ধারিত থাকত। নতুন নীতিমালায় সেই অংশ বাদ দেওয়া হয়েছে।

চলমান অনলাইন আবেদন

২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর যে নীতিমালা প্রকাশ করেছিল, তার অনুচ্ছেদ-২ এ বয়স নির্ধারণ অংশে সংশোধন আনা হয়েছে।

নতুন বয়সসীমার নিয়ম

সংশোধিত নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ৫ বছর (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত) এবং সর্বোচ্চ ৭ বছর (জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত) হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • ভর্তির আবেদন ফরমের সঙ্গে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

অভিভাবক ও কর্তৃপক্ষের বক্তব্য

মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বয়সসীমা নিয়ে অভিভাবকদের অভিযোগ ছিল দীর্ঘদিন। অনেকে সন্তানকে ভর্তি করাতে পারছিলেন না। এজন্য দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।

Exit mobile version