রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছেন। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে তারা রাস্তায় নামে।
শিক্ষার্থীদের অভিযোগ, নতুন কাঠামো বাস্তবায়ন হলে উচ্চমাধ্যমিক স্তরের অস্তিত্ব সংকটে পড়বে। একইসঙ্গে সাত কলেজের শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ জারির দাবি তুলেছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কোন কোন কলেজ অংশ নেয়
ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করে পরে একত্রিত হয়ে শাহবাগে অবরোধ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি
তাদের দাবি স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “এই মডেল চালু হলে আমাদের অস্তিত্ব থাকবে না। বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সাত কলেজের পদযাত্রা ঘোষণা
অন্যদিকে, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে কার্যক্রম ঝুলে থাকায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চয়তায় ভুগছে।
গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।





