আজ সন্ধ্যায় ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ভাষণ রেকর্ড করেছেন, যা বিটিভি ও বেতারে প্রচার হবে। আদালতের রায় হাতে না পেলেও কমিশন গেজেটভুক্ত ৩০০ আসনের ভিত্তিতেই তফসিল প্রকাশের প্রস্তুতি নিয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকেলে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের জন্য রেকর্ড করা এ বক্তব্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রচার করা হবে। এ ভাষণ প্রচারের মাধ্যমেই তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে নির্বাচন কমিশন।
ভাষণ রেকর্ড শেষে সিইসির কক্ষে নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, প্রচার নির্দেশিকা এবং আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হয় বলে সূত্র জানিয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত আদালতের রায় এখনও হাতে না আসায় কমিশন গেজেটেড ৩০০ আসন অনুযায়ী তফসিল প্রকাশ করবে। তিনি বলেন, “রায় পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আপাতত নির্ধারিত কাঠামো অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।”
