নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। ভোটের সময় বাড়ানো, গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধি এবং তপশিল ঘোষণার তারিখ নিয়ে আগামী ৭ ডিসেম্বর কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সময়সূচি হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।
আজ মঙ্গলবার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত করার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটগ্রহণের সময় বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবার সেই সময়সীমা বাড়িয়ে সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল ও বিকেলের দুই দিকেই সময় বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।
জাতীয় নির্বাচন ও গণভোটের নির্দিষ্ট সময় জানতে চাইলে ইসি আনোয়ারুল সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন ভোটগ্রহণ করা সম্ভব। প্রয়োজনে এক-দুদিন আগে বা পরে একই সপ্তাহের অন্য দিনও বিবেচনায় থাকতে পারে।
তপশিল ঘোষণায় সিদ্ধান্ত ৭ ডিসেম্বর
আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিশন সভায় নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। কমিশন সূত্র জানিয়েছে, দু-তিন দিনের সময় রেখে ১১ ডিসেম্বরের দিকেই তপশিল ঘোষণা হতে পারে।





