B24NEWS

তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি: পররাষ্ট্র উপদেষ্টা


বি২৪ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। লন্ডনে অবস্থানরত তারেকের পাসপোর্ট ও ফেরার প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি চাইলে ট্রাভেল পাস দেওয়া হবে, তবে আমার তথ্য অনুযায়ী এখনো আবেদন করা হয়নি।’

তারেক রহমানের পাসপোর্ট বর্তমানে সক্রিয় আছে কিনা সেটি নিয়েও নিশ্চয়তা দিতে পারেননি উপদেষ্টা। তিনি জানান, পাসপোর্ট সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের কাছে স্পষ্ট নয়, ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান জানানো সম্ভব নয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান দেশের উদ্দেশে যাত্রা করবেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো নিশ্চিত তথ্য পৌঁছায়নি। ফলে তার ফেরার ব্যাপারে সরকারের প্রস্তুতি বা আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার প্রস্তুুত আছে বলেও জানান মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে এবং দল সিদ্ধান্ত দিলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’

Exit mobile version