B24NEWS

আইপিএবির নির্বাহী কমিটির নির্বাচন ২৯ ডিসেম্বর


ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইপিএবি) ২০২৫ সালের ২৯ ডিসেম্বর নির্বাহী কমিটি ও অফিস বহনকারীদের নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী দুই বছর (২০২৬-২০২৭) দায়িত্ব পালন করবে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী প্রক্রিয়া ট্রেড অর্গানাইজেশন আইন ২০২২, ট্রেড অর্গানাইজেশন বিধিমালা ২০২৫ এবং আইপিএবির মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুসারে সম্পন্ন হবে।

নির্বাচনের মাধ্যমে মোট ২৭ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠিত হবে। এর মধ্যে ৬ জন অফিস বহনকারী এবং ২১ জন নির্বাহী সদস্য (ডিরেক্টর) নির্বাচিত হবেন। কর্পোরেট ক্যাটাগরির সাধারণ সদস্যদের সরাসরি ভোটে সভাপতি, মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি, দুই সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হবেন। অন্যদিকে ক্যাটাগরি নির্বিশেষে সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন ২১ জন ডিরেক্টর।

সদস্যপদ, যোগ্যতা ও মনোনয়ন সংক্রান্ত বিষয়েও নিয়মনীতির কথা জানিয়েছে আইপিএবি। কর্পোরেট প্রতিষ্ঠান, ফার্ম কিংবা ব্যক্তি, যেমন পেশাজীবী, গবেষক বা শিক্ষার্থী সংগঠনের সদস্য হতে পারবেন। মনোনয়নপত্র জমার সময় নির্ধারিত ফরমের সঙ্গে প্রার্থীর সংক্ষিপ্ত প্রোফাইল ও ছবি যুক্ত করতে হবে। সদস্যপদ ও বার্ষিক চাঁদা পরিশোধ-সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন থাকতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন।

একই ব্যক্তি একাধিক ক্যাটাগরিতে মনোনয়ন দিতে পারবেন না। অপরাধ, দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ না হলে তিনি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। মনোনয়ন দাখিলের সময় প্রতিটি প্রার্থীকে ব্যাংক ঋণ খেলাপি না হওয়ার ঘোষণা দিতে হবে। ভোট গ্রহণ হবে গোপন ব্যালটে; ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ থাকলেও প্রক্সি ভোটের সুযোগ নেই।

নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে আইপিএবি নির্বাচন বোর্ড। কোনো আপত্তি বা আপিল থাকলে নির্ধারিত ফি জমা দিয়ে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। সংগঠনটি জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Exit mobile version