B24NEWS

ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েইদেশ পরিচালনা করবো: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা ১৭ আসনে আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে জয়ী হলে বিএনপিসহ সব ফ্যাসিবাদবিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি বা দুর্নীতির অভিজ্ঞতা তাদের নেই।
তিনি বলেন, জাতিকে বিভক্তকারীরা জাতির দুশমন। জামায়াত চায় না বাংলাদেশে বিভক্ত জাতির রাজনীতি চলুক। বরং সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চান তারা।


দুর্নীতিমুক্ত নতুন ফর্মুলা

ডা. শফিকুর রহমান পুরোনো রাজনীতির সমালোচনা করে বলেন, নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। জনগণের সরকার হবে দুর্নীতিমুক্ত, যেখানে দায়িত্বপ্রাপ্তরা জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী ও নারীর প্রতি সহিংসতা এসবকে ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব থেকে মুক্ত বাংলাদেশ গড়তে হবে।
জামায়াত আমির বলেন, স্বাধীনতার পরও জনগণ প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, বিপুল সম্পদ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত দেশ ছেড়ে পালায়নি, বরং দেশের মাটিকে আঁকড়ে ধরে সংগ্রাম করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই।

Exit mobile version