B24NEWS

তারেক রহমানের দেশে ফেরা: আইন উপদেষ্টার আশ্বাস-‘সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বি২৪ নিউজ ডেস্ক

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ বিষয়ে তার জানা মতে কোনো আইনগত বাধা নেই। প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, দেশে ফিরলে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব রয়েছে। তার ফেরার প্রক্রিয়ায় আইনগত প্রতিবন্ধকতা থাকার তথ্য সরকারের হাতে নেই। কোনো বিধিনিষেধ থাকলেও তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

আইন উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তারেক রহমানকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা এবং প্রস্তুতির ব্যাপারেও নির্দেশনা দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, তারেক রহমান যথেষ্ট অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি। তাই কখন দেশে ফিরে আসবেন, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের উপরেই নির্ভর করবে।

Exit mobile version